ডায়াল সিলেট ডেস্কঃ-
Thank you for reading this post, don't forget to subscribe!বিশেষ অভিযান চালিয়ে সিলেটের বিয়ানীবাজার থেকে একটি দেশীয় দোনালা বন্দুক উদ্ধার করেছে র্যাব-৯।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, রোববার (১৭ আগস্ট) রাত ১১টার দিকে র্যাব-৯ সদর কোম্পানির একটি দল টহল ডিউটির সময় গোপন সংবাদের ভিত্তিতে বিয়ানীবাজার পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের সুপাতলা এলাকায় বিশেষ অভিযান চালায়। অভিযানে উক্ত এলাকার একটি বাউন্ডারি ওয়ালের পাশে ময়লার স্তূপে রাখা পলিথিনে মোড়ানো অবস্থায় দেশীয় দোনালা বন্দুকটি উদ্ধার করা হয়।
র্যাব জানায়, উদ্ধার করা অস্ত্র আইনগত প্রক্রিয়া শেষে বিয়ানীবাজার থানায় জিডি মূলে হস্তান্তর করা হয়েছে।
র্যাব-৯ এর মিডিয়া অফিসার অতিরিক্ত পুলিশ সুপার কে, এম, শহিদুল ইসলাম সোহাগ জানান, এলিট ফোর্স হিসেবে আত্মপ্রকাশের পর থেকে র্যাব মাদক উদ্ধার, হত্যা মামলা, সন্ত্রাসী দমন, চাঁদাবাজি প্রতিরোধ, অবৈধ অস্ত্র উদ্ধারসহ বিভিন্ন অপরাধ দমনে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। ভবিষ্যতেও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে র্যাবের গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত থাকবে।

