নিজস্ব প্রতিবেদক :: সিলেটে ৪ জেলায় করোনা আক্রান্তে মোট সনাক্ত হয়েছেন ১০৭ জন। মঙ্গলবার রাত পর্যন্ত দুটি ল্যাব সিলেট ওসমানী মেডিকেল কলেজ ল্যাবে ৫৫ জন এবং সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পিসিআর ল্যাব থেকে ৫২ জন পজেটিভ ধরা পড়েছে। এনিয়ে বিভাগজুড়ে করোনায় মোট আক্রান্তের সংখ্যা দাড়ালো ৮ হাজার ২২৬ জন।
Thank you for reading this post, don't forget to subscribe!সিলেট ওসমানি মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে ২৮৮টি স্যাম্পুল রিসিব করা হয়। তার মধ্যে ২৮১ জনের নমুনা পরীক্ষা করা হলে ৫৫ জনের করোনা পজেটিভ ধরা পড়ে এবং বাকি ২২৬ জনের আসে নেগেটিভ।
এর মধ্যে মহিলা ১৪ জন ও পুরুষ ৪১ জন, । এদের মধ্যে সিলেট জেলায় ৬ জন, হবিগঞ্জ ৮ জন, মৌলভীবাজার জেলায় ৪১ জন আক্রান্ত হয়েছেন।
অন্যদিকে, সিলেট শাহজালাল বিশ্ববিদ্যালয়ের পিসিআর ১৭৪টি স্যাম্পুল রিসিব করা হয়েছে এ মধ্যে ১৭৪জনের পরীক্ষা করা হলে ৫২ জনের করোনা পজেটিভ ধরা পড়ে বাকি ১২২ জনের আসে নেগেটিভ। এদের মধ্যে সিলেট জেলায় ১৫জন ও সুনামগঞ্জ জেলার ১৮জন, হবিগঞ্জ ১৯জন রয়েছেন।
সব মিলিয়ে সিলেটবিভাগের মধ্যে সিলেটে ২১ জন, সুনামগঞ্জ ১৮ হবিগঞ্জ ২৭ জন, মৌলভীবাজারে ৪১ জনসহ ১দিনে মোট আক্রান্তের সংখ্যা দাড়িয়েছে ১০৭ জন ।

