নিজস্ব প্রতিবেদক :: সিলেটের দুটি ল্যাবে আবারো করোনায় ৯৬জনের পজেটিভ সনাক্ত হয়েছে। এর মধ্যে সিলেট ওসমানী মেডিকেল কলেজ ল্যাবে ৮১ জন এবং শাহজালাল বিশ্ববিদ্যালয় ল্যাবে ১৫জন।
Thank you for reading this post, don't forget to subscribe!বৃহস্পতিবার (২৫ জুন) রাত পর্যন্ত সিলেট ওসমানি মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে ২৭৫ টি স্যাম্পুল রিসিব করা হয়। এর মধ্যে ২৭৫জনের নমুনা পরীক্ষা করা হলে ৮১ জনের করোনা পজেটিভ ধরা পড়ে এবং বাকি ১৯৫ জনের আসে নেগেটিভ।
এদিকে, সিলেট শাহজালাল বিশ্ববিদ্যালয়ের পিসিআর ল্যাব থেকে ২৩০ স্যাম্পুল রিসিভ করা হয়। এর মধ্যে ১৭৭ জনের নমুনা পরীক্ষা করা হলে ১৫ জনের করোনা পজেটিভ শনাক্ত হয়। বাকি ১৬২জনের নমুনায় আসে নেগেটিভ।
এনিয়ে সিলেট বিভাগে মোট আক্রান্ত রোগীর সংখ্যা দাড়ালো ৩ হাজার ৮৬৯ জন এবং মারা গেছেন ৬০ জন।

