নিজস্ব প্রতিবেদক :: সিলেটে করোনায় আক্রান্তে পজেটিভ রোগীর সংখ্যা বেড়েই চলছে। এবার সিলেটবিভাগের দুটি ল্যাবে মোট  সনাক্ত  হয়েছেন ১০৩জন। মঙ্গলবার রাত পর্যন্ত দুটি ল্যাব  সিলেট ওসমানী মেডিকেল কলেজ ল্যাবে ৭৩ জন এবং সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পিসিআর  ল্যাব থেকে ৩৮জন পজেটিভ ধরা পড়েছে। এনিয়ে বিভাগজুড়ে করোনায় মোট আক্রান্তের সংখ্যা  দাড়ালো ৬ হাজার ৯৯৩ জন।

সিলেট ওসমানি মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে ২২০ টি স্যাম্পুল রিসিব করা হয়। এর মধ্যে ১৮৮ জনের নমুনা পরীক্ষা করা হলে ৭৩ জনের করোনা পজেটিভ ধরা পড়ে এবং বাকি ১১৫ জনের আসে নেগেটিভ।

এর মধ্যে মহিলা ১৪ জন ও পুরুষ ৫৯ জন, ।  এদের মধ্যে সিলেট জেলায় ৫৭ জন, সুনামগঞ্জ জেলা ৩ হবিগঞ্জ জেলায় ৪ জন, মৌলভীবাজার জেলায় ৯জন আক্রান্ত হয়েছেন।

অন্যদিকে, সিলেট শাহজালাল বিশ্ববিদ্যালয়ের পিসিআর  ল্যাবে ১৬৩  টি স্যাম্পুল রিসিব করা হয়। এর মধ্যে ১৬৩জনের নমুনা পরীক্ষা করা হলে ৩৮ জনের করোনা পজেটিভ ধরা পড়ে এবং বাকি ১২৫ জনের আসে নেগেটিভ।  এদের মধ্যে সিলেট জেলায় ২২জন এবং সুনামগঞ্জ জেলায় ১৬জন আক্রান্ত হয়েছেন।

সব মিলিয়ে সিলেটবিভাগের মধ্যে সিলেটে ৭৯জন, সুনামগঞ্জ ১৯জন, হবিগঞ্জ ৪জন এবং মৌলভীবাজারে ৯ জনসহ ১দিনে মোট আক্রান্তের সংখ্যা দাড়িয়েছে ১০৩ জন এবং মোট মারা গেছেন ১২১জন।

 

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *