সিলেটে আরো একজন চিকিৎসক পজেটিভ ধরা পড়েছেন। জানা যায়, তিনি প্রাইভেট মেডিকেল কলেজ হাসপাতালের ভাইস প্রিন্সিপাল হিসেবে কর্মরত রয়েছেন। এনিয়ে করোনা পজেটিভ ধরা পড়েছে আরো ৫জন ।
Thank you for reading this post, don't forget to subscribe!আজ সোমবার সিলেট ওসমানী মেডিকেল কলেজ ল্যাবে করোনা পরীক্ষায় ১৬৮ জনের নমুনা পরীক্ষা করা হয়। তার মধ্যে ৫ জনের করোনা পজেটিভ ধরা পড়ে । বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের একজন চিকিৎসক।
করোনা আক্রান্তে পজেটিভ সনাক্তের মধ্যে সিলেটে ৩ জনের মধ্যে ১জন চিকিৎসক ও বাকি ২ জনই সিলেট শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে আইসোলেশনে আছেন এবং হবিগঞ্জে ১জন ও মৌলভীবাজারে ১জন।
সিলেট বিভাগজুড়ে করোনায় মোট আক্রান্তের সংখ্যা দাড়ালো ২৪২জন।

