ডায়ালসিলেট::
Thank you for reading this post, don't forget to subscribe!সিলেটে ফের বাড়তে শুরু করেছে করোনাভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা। ইতোমধ্যে বিভাগে আক্রান্তের সংখ্যা সাড়ে ১৪ হাজার ছাড়িয়ে গেছে। গত ২৪ ঘন্টায় করোনায় আক্রান্ত হয়েছেন আরও ৪৬ জন। এসময়ে করোনাভাইরাসে আক্রান্ত ২৬ জন রোগী সুস্থ হয়েছেন।
নতুন শনাক্তদের মধ্যে ২৯ জনই সিলেট জেলার বাসিন্দা। এছাড়া সুনামগঞ্জ জেলার ৪ জন, হবিগঞ্জ জেলার ১২ এবং মৌলভীবাজার জেলার ১ জন রয়ছেন।
স্বাস্থ্য অধিদপ্তর সূত্রে জানা গেছে, আজ শুক্রবার (৪ ডিসেম্বর) সকাল ৮টা পর্যন্ত সিলেট বিভাগে আক্রান্ত রোগীর সংখ্যা ১৪ হাজার ৭৫৯ জন। এর মধ্যে সিলেট জেলায় সর্বোচ্চ ৮ হাজার ৫৩৮ জন, সুনামগঞ্জে ২ হাজার ৪৭৮ জন, হবিগঞ্জে ১ হাজার ৯০৭ জন ও মৌলভীবাজারে ১ হাজার ৮৩৬ জন রয়েছেন।
করোনায় এ পর্যন্ত মারা গেছেন ২৪৪ জন। মৃতদের মধ্যে সিলেট জেলায় সর্বোচ্চ ১৮১ জন, সুনামগঞ্জে ২৫ জন, হবিগঞ্জে ১৬ জন এবং মৌলভীবাজার জেলায় ২২ জন রয়েছেন।
সিলেট বিভাগে এ পর্যন্ত ১৩ হাজার ৫৪৫ জন করোনা আক্রান্ত রোগী সুস্থ হয়েছেন। এর মধ্যে সিলেট জেলায় ৭ হাজার ৮৫০ জন, সুনামগঞ্জের ২ হাজার ৪১৬ জন, হবিগঞ্জের ১ হাজার ৫৬৪ জন এবং মৌলভীবাজার জেলার ১ হাজার ৭১৫ জন।
করোনা আক্রান্ত ৪৬ জন রোগী বর্তমানে বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন আছেন। এর মধ্যে সিলেটের বিভিন্ন হাসপাতালে ৪৪ জন এবং হবিগঞ্জের বিভিন্ন হাসপাতালে ২ জন।
এ বিষয়ে স্বাস্থ্য অধিদপ্তর সিলেট বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক ডা. আনিসুর রহমান বলেন, ‘গত ২৪ ঘণ্টায় শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ল্যাব এবং এমএজি ওসমানী মেডিকেল কলেজ ল্যাবে বিভাগে আরও ৪৬ জনের করোনা শনাক্ত হয়েছে। এসময়ে সুস্থ হয়ে উঠেছেন ২৬ জন করোনাভাইরাসে আক্রান্ত রোগী।’

