নিজস্ব প্রতিবেদক :: সিলেটে করোনায় আক্রান্ত হয়েছেন ২১ জন রোগী। আজ বৃহস্পতিবার সকাল পর্যন্ত সিলেট বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তর এর কার্যালয় থেকে গত ২৪ঘন্টায় করোনায় সনাক্ত হওয়ার রোগীর সংখ্যার কথা নিশ্চিত করা হয়।
Thank you for reading this post, don't forget to subscribe!এতে আক্রান্তদের মধ্যে সিলেটে জেলার ১৪ জন, সুনামগঞ্জে ১ জন, হবিগঞ্জে ১ জন ও মৌলভীবাজারে ২ জন । এ নিয়ে সিলেট বিভাগজুড়ে করোনা আক্রান্তে মোট শনাক্ত হয়েছেন ১৫ হাজার ৪৭৪জন। এর মধ্যে সিলেট জেলায় ৯হাজার ১৩২ জন, সুনামগঞ্জে ২ হাজার ৫১১, হবিগঞ্জে ১হাজার ৯৫৩ ও মৌলভীবাজার জেলায় ১হাজার ৮৭৮ জন।
এদিকে, করোনায় মোট মৃতের সংখ্যা বেড়ে দাড়ালো ২৬৩ জন। এর মধ্যে সিলেটে ১৯৯ জন, সুনামগঞ্জে ২৬ জন, হবিগঞ্জে ১৬ জন এবং মৌলভীবাজারে ২২ জন মৃত্যুবরণ করেছেন।
এ পর্যন্ত করোনায় সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৪ হাজার ৫১৮ জন। এর মধ্যে সিলেটে ৮হাজার ৭০৯ জন, সুনামগঞ্জ ২ হাজার ৪৭১ জন, হবিগঞ্জ ১ হাজার ৫৯৭ জন এবং মৌলভীবাজারে ১হাজার ৭৪১ জন।

