ডায়ালসিলেট ডেস্ক::সিলেট বিভাগে গতকাল মহামারি করোনায় মারা গেছেন আরও দুইজন। তারা হবিগঞ্জ জেলার বাসিন্দা। এ নিয়ে বিভাগে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়ালো ১৯৭। এর মধ্যে সিলেট জেলায় ১৪২, সুনামগঞ্জে ২১, হবিগঞ্জে ১৪ ও মৌলভীবাজারে ২০ জন।
Thank you for reading this post, don't forget to subscribe!এদিকে, সিলেট বিভাগে গতকাল রোববার (৬ সেপ্টেম্বর) একদিনে করোনা পজিটিভ শনাক্ত হয়েছেন ৯৯ জন। অপরদিকে সুস্থ হয়ে উঠেছেন ৮৭ জন।
গতকাল পজিটিভ শনাক্ত হওয়া ৯৯ জনের মধ্যে সিলেট জেলার ৬৬, সুনামগঞ্জের ১৯, হবিগঞ্জে ৫ ও মৌলভীবাজারের ৯ জন।
বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) কার্যালয় সূত্রে জানা গেছে, আজ সোমবার (৭ সেপ্টেম্বর) সকাল ৮টা পর্যন্ত সিলেট বিভাগে মোট পজিটিভ শনাক্ত হয়েছেন ১১৪২২ জন। এর মধ্যে সিলেট জেলায় ৬০৮৬, সুনামগঞ্জে ২১৫১, হবিগঞ্জে ১৬১৪ ও মৌলভীবাজার জেলায় ১৫৭১ জন।
সিলেট অঞ্চলে করোনা আক্রান্ত হয়ে হাসপাতালে আজ পর্যন্ত ভর্তি আছেন ১৪৭ জন। এর মধ্যে সিলেটে ৮৩, সুনামগঞ্জে ২০, হবিগঞ্জে ২৪ ও মৌলভীবাজারে ২০ জন।
এদিকে, সিলেট বিভাগে গত ২৪ ঘণ্টায় করোনামুক্ত হয়েছেন ৮৭ জন। এর মধ্যে সিলেটে ২৭, সুনাগঞ্জে ২১, হবিগঞ্জে ১৭ ও মৌলভীবাজারে ২২ জন। আর এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ৮৪১২ জন। এর মধ্যে সিলেটে ৪৩১৬ সুনামগঞ্জে ১৮০৯, হবিগঞ্জে ১০৭৩ ও মৌলভীবাজারে ১২১৪ জন।

