নিজস্ব প্রতিবেদক ::  সিলেটবিভাগে গত ২৪ঘন্টায় করোনায়  আক্রান্তে সনাক্ত হয়েছেন ২০ জন ও মৃত্যুবরণ করেছেন ১জন এবং  সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২৩ জন। আজ মঙ্গনবার সকাল পর্যন্ত সিলেট বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তর এর কার্যালয় থেকে এ তথ্য নিশ্চিত করা হয়।

Thank you for reading this post, don't forget to subscribe!

এতে আক্রান্তদের মধ্যে সিলেট জেলার ১১জন , সুনামগঞ্জ  জেলার ৩ জন ,হবিগঞ্জে ৬জন  এবং সিলেটে মারা গেছেন ১জন।

এ নিয়ে সিলেটবিভাগজুড়ে করোনা আক্রান্তে মোট শনাক্ত হয়েছেন ১৪হাজার ৩২৫জন। এর মধ্যে সিলেট জেলায় ৮হাজার ১৮৯জন, সুনামগঞ্জে ২ হাজার ৪৪২, হবিগঞ্জে ১ হাজার ৮৭৯ ও মৌলভীবাজার জেলায় ১হাজার ৮১৫জন।

করোনায় মোট মৃতের সংখ্যা ২৪২জন। এর মধ্যে সিলেটে ১৭৯জন, সুনামগঞ্জে ২৫জন, হবিগঞ্জে ১৬জন এবং মৌলভীবাজারে ২২জন মৃত্যুবরণ করেন।

সিলেটে বর্তমানে ভর্তি রোগী আছেন ৩৮ জন। এর মধ্যে সিলেটে ৩২, সুনামগঞ্জে ২জন , হবিগঞ্জে ২ জন ও মৌলভীবাজারে ২ জন।

এ পর্যন্ত করোনায়  সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৩ হাজার ১০৯জন। এর মধ্যে সিলেটে ৭ হাজার ৪৭০ সুনামগঞ্জ ২হাজার ৩৮২জন, হবিগঞ্জ ১হাজার ৫৫২ জন এবং মৌলভীবাজারে ১হাজার ৭০৫জন।

 

 

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *