Last updated on নভেম্বর ৯, ২০২০ at ১২:২৪ অপরাহ্ণ

Thank you for reading this post, don't forget to subscribe!

নিজস্ব প্রতিবেদক ::  সিলেটবিভাগে গত ২৪ঘন্টায় করোনায়  আক্রান্তে সনাক্ত হয়েছেন ২৩ জন ও মৃত্যুবরণ করেছেন ২জন এবং  সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৪৯ জন। আজ শনিবার সকাল পর্যন্ত সিলেট বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তর এর কার্যালয় থেকে এ তথ্য নিশ্চিত করা হয়।

এতে আক্রান্তদের মধ্যে সিলেট জেলার ১৫জন ,  সুনামগঞ্জ  জেলার ১ জন এবং এসওএমসিএইচ ৭জন হয়েছেন এবং সিলেটে মারা গেছেন ২জন।

এ নিয়ে সিলেটবিভাগজুড়ে করোনা আক্রান্তে মোট শনাক্ত হয়েছেন ১৩হাজার ৮৬৭ জন। এর মধ্যে সিলেট জেলায় ৭ হাজার ৮০৪ জন, সুনামগঞ্জে ২ হাজার ৪১৬, হবিগঞ্জে ১ হাজার ৮৪৫ ও মৌলভীবাজার জেলায় ১হাজার ৮০২ জন।

করোনায় মোট মৃতের সংখ্যা ২৩৫জন। এর মধ্যে সিলেটে ১৭২জন, সুনামগঞ্জে ২৫জন, হবিগঞ্জে ১৬জন এবং মৌলভীবাজারে ২২জন মৃত্যুবরণ করেন।

সিলেটে বর্তমানে ভর্তি রোগী আছেন ৪৭ জন। এর মধ্যে সিলেটে ৪১, সুনামগঞ্জে ৩, হবিগঞ্জে ২ ও মৌলভীবাজারে ১ জন।

এ পর্যন্ত করোনায়  সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১২ হাজার ৫০৮ জন। এর মধ্যে সিলেটে ৬ হাজার ৯১৭ সুনামগঞ্জ ২হাজার ৩৫০জন, হবিগঞ্জ ১হাজার ৫৪৮ জন এবং মৌলভীবাজারে ১হাজার ৬৯৩জন।

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *