নিজস্ব প্রতিবেদক :: সিলেটবিভাগে গত ২৪ঘন্টায় করোনায় আক্রান্তে সনাক্ত হয়েছেন ১৭ জন ও মৃত্যুবরণ করেছেন ২জন এবং সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২১ জন। আজ রবিবার সকাল পর্যন্ত সিলেট বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তর এর কার্যালয় থেকে এ তথ্য নিশ্চিত করা হয়।
Thank you for reading this post, don't forget to subscribe!এতে আক্রান্তদের মধ্যে সিলেট জেলার ১৭জন এবং সিলেটে মারা গেছেন ২জন।
এ নিয়ে সিলেটবিভাগজুড়ে করোনা আক্রান্তে মোট শনাক্ত হয়েছেন ১৫হাজার ০৪১জন। এর মধ্যে সিলেট জেলায় ৮হাজার ৭৬৭ জন, সুনামগঞ্জে ২ হাজার ৪৯১, হবিগঞ্জে ১ হাজার ৯৩১ ও মৌলভীবাজার জেলায় ১হাজার ৮৫২জন।
করোনায় মোট মৃতের সংখ্যা ২৫৪জন। এর মধ্যে সিলেটে ১৯১জন, সুনামগঞ্জে ২৫জন, হবিগঞ্জে ১৬জন এবং মৌলভীবাজারে ২২জন মৃত্যুবরণ করেন।
সিলেটে বর্তমানে ভর্তি রোগী আছেন৪৩ জন এর মধ্যে হবিগঞ্জে ২ জন।
এ পর্যন্ত করোনায় সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৩ হাজার ৮১৫জন। এর মধ্যে সিলেটে ৮ হাজার ০৮৪ সুনামগঞ্জ ২হাজার ৪২৯জন, হবিগঞ্জ ১হাজার৫৭৯ জন এবং মৌলভীবাজারে ১হাজার ৭২৩ জন।

