সিলেটে মঙ্গলবার পর্যন্ত নতুন করে আরো ৬জন করোনা পজেটিভ ধরা পড়েছেে এ নিয়ে সিলেটবিভাগ জুড়ে আক্রান্তে সংখ্যা দাড়ালো ১০৬।
Thank you for reading this post, don't forget to subscribe!সিলেট ওসমানী মেডিকেল কলেজ ল্যাবে করোনা পরীক্ষায় এবারে৮০ জনের নমুনা পরীক্ষা করা হয়। তার মধ্যে ৪ জনের করোনা পজেটিভ ধরা পড়ে । বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের উপ পরিচালক ডা. হিমাংশু লালা রায় ।
অন্যদিকে সুনামগঞ্জে আরো ২জন করোনা পজেটিভ সনাক্ত হয়েছে বলা জানা যায়। তবে নায়ারণগঞ্জ থেকে নিজ গ্রামে এসেছেন বলে জানা যায়।
এদিকে ৬ জন রোগীর করোনা পজেটিভ শনাক্তের মধ্যে সুনামগঞ্জ ২ এবং হবিগঞ্জ ৪ জন রয়েছেন। এনিয়ে সিলেট বিভাগজুড়ে মোট আক্রান্তের সংখ্যা দাড়ালো ১০০জন। এর মধ্যে মোট আক্রান্ত সিলেট জেলায় ১৬ জন, সুনামগঞ্জ ২৭ জন, হবিগঞ্জে ৫২ জন ও মৌলভীবাজারে ১১জন এবং প্রানহানি ৩জন।

