ডায়ালসিলেট ::সিলেটে করোনায় একদিনে মৃত্যুর রেকর্ড ভাঙছে। বুধবার সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ৯ জনের। এর আগে সোমবার ৮ জনের মৃত্যু হয়েছিলো। একদিন সংক্রমণের রেকর্ড ভাঙলে অন্যদিন মৃত্যুর রেকর্ড ভাঙে। মৃত্যুর রেকর্ডের দিনে নতুন শনাক্ত হয়েছেন ৩৬২ জন।
Thank you for reading this post, don't forget to subscribe!সিলেটে করোনায় মারা যাওয়া ৯ জনের মধ্যে ৭ জনই বিভাগের হটস্পট সিলেট জেলার। এছাড়া, সুনামগঞ্জ ও মৌলভীবাজারের ১ জন করে মৃত্যু হয়েছে। এ নিয়ে সিলেট বিভাগে মোট মৃতের সংখ্যা দাড়ালো ৫০২ জনে।
এর মধ্যে সিলেট জেলায়ই মৃত্যু হলো ৪০৭ জনের।
গেল ২৪ ঘন্টায় সিলেটের চারটি ল্যাবে নমুনা পরীক্ষায় ৩৬২ জন করোনা আক্রান্ত শনাক্ত হন। এর মধ্যে সিলেট জেলার ১৬৫, সুনামগঞ্জে ২৪ জন, হবিগঞ্জে ৩১ জন, মৌলভীবাজারে ৯৪ জন ও সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আরও ৪৮ জনের করোনা শনাক্ত হয়।
ডায়ালসিলেট এম/১৪

