মৌলভীবাজার জেলার কুলাউড়ায় উপজেলায় একজন নারী করোনা পজেটিভ ধরা পড়েছে। এনিয়ে সিলেটে বিভাগজুড়ে করোনা আক্রান্তের সংখ্যা দাড়ালো২৬৩জন ।
Thank you for reading this post, don't forget to subscribe!আজ বৃহস্পতিবার (০৭ মে ২০২০ইং) সিলেট ওসমানী মেডিকেল কলেজ ল্যাবে করোনা পরীক্ষায় ১৮৫টি নমুনা পরীক্ষা করা হয়। তার মধ্যে ১ জনের করোনা পজেটিভ ধরা পড়ে । বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের উপ পরিচালক হিমাংশু লাল রায়।
এর আগে সিলেটে ২জন এবং হবিগঞ্জে ১জন করোনা পজেটিভ ধরা পড়ে। এর মধ্যে সিলেটে ২জনের একজন প্রবীন চিকিৎসক তিনি সিলেট ওসমানি মেডিকেলের অবসর প্রাপ্ত হেড অব কার্ডিওলোজি বিশেষজ্ঞ ছিলেন এবং তার স্ত্রী।
এনিয়ে সিলেট বিভাগজুড়ে করোনায় মোট আক্রান্তের সংখ্যা দাড়ালো ২৬৩জন। এর আগে কুলাউড়ায় পুলিশ, স্বাস্থ্যকর্মীসহ মোট ৭ জন করোনায় আক্রান্ত ছিলেন।
এদিকে ২৪ ঘণ্টায় দেশের করোনাভাইরাসে আবারো নতুন করে শনাক্ত হয়েছেন ৭০৬ জন এবং মারা গেছেন ১৩জন । এ নিয়ে সর্বমোট করোনা আক্রান্তে শনাক্ত হয়েছেন ১২ হাজার ৪২৫ জন ও করোনায় আক্রান্ত হয়ে মোট মারা গেছেন ১৯৯ জন।

