সিলেটে এমসি কলেজ ছাত্রাবাসে গৃহবধুকে গণধর্ষণ মামলার আসামী ছাত্রলীগ নেতা মাহফুজুর রহমান মাসুমকে ৫দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
Thank you for reading this post, don't forget to subscribe!বুধবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে ধর্ষণ মামলার এজহারভুক্ত আসামী মাহফুজকে সিলেট চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের হাজির করা হয়। এসময় আদালতে ৭দিনের রিমান্ডে কথা বলা হলে বিজ্ঞ আদালতের বিচারক আবুল কাশেম ৫দিনের রিমান্ড মঞ্জুর করেন।
এব্যাপারে রাষ্ট্রপক্ষের পিপি মাহফুজুর রহমান বলেন। আদালতে মামলার তদন্ত কর্মকর্তা ৭দিনের রিমান্ড আবেদন করেন। শুনানী শেষে আদালত ৫দিনের রিমান্ড মঞ্জুর করেন। তবে এসব ঘটানোর সাথে কোন মদদ দাতারা সংশ্লিষ্ট থাকলে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।
উল্লেখ্য, গত শুক্রবার সন্ধ্যায় সিলেট এমসি কলেজ ছাত্রাবাসে স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে গণধর্ষণের ঘটনার পর থেকেই আসামিদের ধরতে অভিযান চালিয়ে যাচ্ছে বলে আইনশৃঙ্খলা বাহিনী। এ ঘটনায় ছয় জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও তিনজনকে আসামি করে শনিবার সকালে নগরীর শাহপরান থানায় মামলা করেছিলেন ভুক্তভোগী ঐ তরুণীরে স্বামী।

