নিজস্ব প্রতিবেদক : সিলেটে জুয়া খেলার সামগ্রীসহ ৬ জুয়াড়ি গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (৪ জুন) বিকাল সাড়ে ৪টার দিকে সিলেট মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)’র অভিযানে শাহপরান (রহ.) থানার উত্তর বালুচর আল ইসলাহ ছড়ার পাড় এলাকা থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়।
Thank you for reading this post, don't forget to subscribe!গ্রেপ্তারকৃতরা হলো, মো. রবিন নূরের ছেলে মো. সাগর (২৫), মো. সাজিদ মিয়ার ছেলে মো. শফিক (৩৩), মৃত আকলাস মোছনের ছেলে মো. সবুর (৬০) সহ সবাই সুনামগঞ্জ জেলার দিরাই থানার ভাটিপাড়া এলাকার বাসিন্দা, বর্তমানে তারা সিলেট জেলার শাহপরাণ (রহঃ) থানার উত্তর বালুচর ছড়ারপাড় মছব্বির মিয়ার কলোনির ভাড়াটিয়া।
সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর থানার ইসহাকপুর গ্রামের মৃত আইয়ুব আলীর স্ত্রী জাহানার বেগম উরফে ফুলেছা বেগম (৩৮), বর্তমানে- সিলেট জেলার শাহপরাণ (রহঃ) থানার উত্তর বালুচর ছড়ারপাড় আজাদ চৌধুরীর বাসার ভাড়াটিয়া।
সুনামগঞ্জ জেলার দক্ষিণ সুনামগঞ্জ থানার গাজীনগর গ্রামের মৃত আনফর আলীর ছেলে আনোয়ার হোসেন (২৮), সুনামগঞ্জ জেলার ধর্মপাশা থানার সেলবরশ, উত্তরবীর গ্রামের মৃত আব্দুস সুবহানের ছেলে আবুল বশর (৫৫)।
পুলিশ জানায়, এসএমপি’র শাহপরান (রহ.) থানার উত্তর বালুচর আল ইসলাহ ছড়ার পাড় এলাকা থেকে জুয়া খেলার সামগ্রীসহ ৬ জুয়াড়ি গ্রেপ্তার করা হয়েছে। এসময় তাদের কাছ থেকে ঝান্ডু মন্ডু জুয়া খেলার সামগ্রী ও নগদ ১ হাজার ২৬০ টাকা উদ্ধার করা হয়।
এসময় তাদের সাথে থাকা অজ্ঞাতনামা আরো ৪/৫ জন জুয়াড়ি কৌশলে পালিয়ে যায়। জুয়াড়িদের বিরুদ্ধে সংশ্লিষ্ট ধারায় মামলা দায়েরে বিষয়টি প্রক্রিয়াধীন আছে বলে জানিয়েছেন সিলেট মহানগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার বি.এম আশরাফ উল্লাহ তাহের।

