২৫শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

সিলেটে দুই হাজার ২৪০ কেজি পেঁয়াজসহ আটক ২

ডায়ালসিলেট ডেস্ক:সিলেটের গোয়াইনঘাট থেকে দুই হাজার ২৪০ কেজি পেঁয়াজসহ দুইজনকে আটক করেছে র‌্যাব-৯। এই পেঁয়াজ উপজেলার তামাবিল সীমান্ত দিয়ে বাংলাদেশে নিয়ে আসেন চোরাকারবারিরা। যার আনুমানিক বাজার মূল্য ৪ লাখ টাকা।

আটককৃতরা হলেন, সিলেটের গোয়াইনঘাট এলাকার মিত্রিকেল গ্রামের বাসিন্দা আবদুল হকের ছেলে লায়েছ উদ্দিন এবং রাজশাহীর গোয়ালিয়া থানার উপভাদ্রা এলাকার আরমান আলীর ছেলে মো. মিরাজ আলী।

শুক্রবার (১৫ নভেম্বর) বিকেলে সিলেট-তামাবিল মহাসড়কের ক্যান্টনমেন্ট এলাকার বটেশ্বর বাজার থেকে ট্রাকভর্তি পেঁয়াজসহ তাদের আটক করা হয়।

র‌্যাব-৯ এর অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) মো. মনিরুজ্জামান জানান, চোরাকারবারিরা তামাবিলের জাফলং এলাকা দিয়ে অবৈধ পথে ভারত থেকে নিয়ে আসা পেঁয়াজ ঢাকায় মজুত করার জন্য নিয়ে যাচ্ছিল। গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৯ সিলেট ক্যাম্পের ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর সৌকাতুল মোনায়েম ও এএসপি নাহিদ হাসানের নেতৃত্বে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। তাদেরকে হযরত শাহপরাণ (রহ.) থানায় হস্তান্তর করার প্রক্রিয়া চলছে।