নিজস্ব প্রতিবেদক :: সিলেটে আবারো করোনায় ৭৪জন পজেটিভ ধরা পড়েছে। এতে সিলেট ওসমানী মেডিকেল কলেজ ল্যাবে ৪১ জন এবং সিলেট শাহজালাল বিশ্ববিদ্যালয়ের পিসিআর ল্যাব থেকে ৩৩ করেনায় আক্রান্তে সনাক্ত হয়েছেন। সিলেট বিভাগে এনিয়ে মোট আক্রান্ত হয়েছেন ৫ হাজার ৪৫৫ জন।
Thank you for reading this post, don't forget to subscribe!মঙ্গলবার রাত পর্যন্ত সিলেট ওসমানি মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে ১৫০ টি স্যাম্পুল রিসিব করা হয়। এর মধ্যে ১৮৩ জনের নমুনা পরীক্ষা করা হলে ৪১ জনের করোনা পজেটিভ ধরা পড়ে এবং বাকি ১৪২ জনের আসে নেগেটিভ। এর মধ্যে পুরুষ ২৫ জন, ও মহিলা ১৬ জন। এদের মধ্যে সুনামগঞ্জের ১জন, হবিগঞ্জ ১জন, মৌলভীবাজারে ১জন এবং সিলেট জেলার ৩৮জন আক্রান্ত হয়েছেন।
অন্যদিকে, সিলেট শাহজালাল বিশ্ববিদ্যালয়ের পিসিআর ল্যাব থেকে ১৮০ স্যাম্পুল রিসিভ করা হয়। এর মধ্যে ১৮০ জনের নমুনা পরীক্ষা করা হলে ৩৩ জনের করোনা পজেটিভ শনাক্ত হয়। বাকি ১৪৭ জনের নমুনা আসে নেগেটিভ।
এনিয়ে সিলেট বিভাগে মোট আক্রান্ত হয়েছেন ৫ হাজার ৩৮১ জন এবং মারা গেছেন ৯০ জন।এতে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১হাজার ৮৯৬জন।

