নিজস্ব প্রতিবেদক :: সিলেটবিভাগে গত ২৪ঘন্টায় করোনায় আক্রান্তে সনাক্ত হয়েছেন ৪২ জন এবং সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৬৫জন। আজ মঙ্গলবার সকাল পর্যন্ত সিলেট বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তর এর কার্যালয় থেকে এ তথ্য নিশ্চিত করা হয়।
Thank you for reading this post, don't forget to subscribe!এতে আক্রান্তদের মধ্যে সিলেট জেলার ২০জন ও সুনামগঞ্জ জেলার ৬জন এবং এসওএমসিএইচ ১৩জন হয়েছেন।
এ নিয়ে সিলেট বিভাগজুড়ে করোনা আক্রান্তে মোট শনাক্ত হয়েছেন ১৪হাজার ৪১জন। এর মধ্যে সিলেট জেলায় ৭ হাজার ৯৪২জন, সুনামগঞ্জে ২ হাজার ৪৩০, হবিগঞ্জে ১ হাজার ৮৬০ ও মৌলভীবাজার জেলায় ১হাজার ৮০৯ জন।
করোনায় মোট মৃতের সংখ্যা ২৩৭জন। এর মধ্যে সিলেটে ১৭৪জন, সুনামগঞ্জে ২৫জন, হবিগঞ্জে ১৬জন এবং মৌলভীবাজারে ২২জন মৃত্যুবরণ করেন।
সিলেটে বর্তমানে ভর্তি রোগী আছেন ৫২জন। এর মধ্যে সিলেটে ৪৬, সুনামগঞ্জে ২, হবিগঞ্জে ৩ ও মৌলভীবাজারে ১ জন।
এ পর্যন্ত করোনায় সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১২ হাজার ৭১৮জন। এর মধ্যে সিলেটে ৭ হাজার ১০৪ সুনামগঞ্জ ২হাজার ৩৬৭জন, হবিগঞ্জ ১হাজার ৫৪৯ জন এবং মৌলভীবাজারে ১হাজার ৬৯৮জন।

