ডায়ালসিলেট ডেস্কঃঃ সিএনজিতে গ্রিল না লাগানোর প্রতিবাদে সিএনজি শ্রমিকদের ৪৮ ঘন্টার ধর্মঘটের শেষ দিন চলছে আজ। অপরদিকে সিলেটের সকল পাথর কোয়ারি খুলে দেওয়ার দাবিতে বিভাগজুড়ে ‘বৃহত্তর সিলেট পাথর সংশ্লিষ্ট ব্যবসায়ী-শ্রমিক ঐক্য পরিষদ’র ডাকা ৭২ ঘণ্টার পরিবহন ধর্মঘট আজ মঙ্গলবার ভোর ৬টা থেকে শুরু হয়েছে। এ অবস্থায় চরম ভোগান্তির মাঝে যাত্রীদের প্রশাস্তির ছোয়া দিচ্ছে পাঠাও উবার চালকরা। মোটরসাইকেল ও কার দিয়ে তারা যাত্রদের সেবা দিয়ে যাচ্ছেন।
Thank you for reading this post, don't forget to subscribe!আজ মঙ্গলবার নগরীর হুমায়ুন রশিদ চত্বর, চন্ডিপুল, বন্দরবাজার, ক্বীন ব্রীজ এলাকাসহ বিভিন্ন পয়েন্টে এ দৃশ্য চোখে পড়ে।তবে যাত্রীদের অভিযোগ- তারা অতিরিক্ত ভাড়া আদায় করছেন। রাইড শেয়ারভিত্তিক অ্যাপস কোম্পানি পাঠাও-উবারের চালকরা তাদের অ্যাপসের চেয়ে অতিরিক্ত ভাড়া ছাড়া যাত্রী সেবা দিচ্ছেন না । একইভাবে বেশী ভাড়া আদায় করছেন রিক্সা চালকরাও। নগরীর মিরের ময়দান থেকে জিন্দাবাজার আসতে রিক্সাভাড়া ২০-৩০ টাকা। কিন্তু আজ ৫০ টাকার নিচে রিক্সা মিলছে না। এ অভিযোগ করেছেন মিরের ময়দানের এক বাসিন্দা। এভাবে নগরীর প্রতিটি পয়েন্টে রিক্সা ও উবার-পাঠাও চালকরা বেশী ভাড়া আদায় করছেন। এদিকে পাঠাও ও উবার চালকরা অ্যাপস ব্যবহার না করে যাত্রীদের কন্ট্রাক করে যাতায়াত করছেন। যাতে করে বিরাট লোকসানের সম্মুখীন হচ্ছে অ্যাপস। অপরদিকে অ্যাপস এর নাম ব্যবহার করে অধিক টাকা লুটে নিচ্ছেন উবার ও পাঠাও চালকরা।

