২৬শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

সিলেটে বিএনপির মিছিল থেকে ৩ কর্মীকে আটক করেছে পুলিশ

ডায়ালসিলেট ডেস্ক :: সিলেটে বিএনপির বের করা মিছিল থেকে ৩ কর্মীকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার দলের চেয়ারপার্সন, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জামিন আবেদন নাকচ করার পর বিএনপির নেতাকর্মীরা নগরীতে প্রতিবাদ মিছিল বের করেছিলো। মিছিল থেকে পুলিশ ৩ কর্মীকে আটক করেছে। এদের মধ্যে একজনের নাম দেবাশিস দেব গুপ্ত। তিনি শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক যুগ্ন আহবায়ক ছিলেন। তবে অপর দুই জনের নাম পাওয়া যায়নি।

বেগম জিয়ার জামিন আবেদন নাকচ করার পর নগরীর কোর্ট পয়েন্ট এলাকা থেকে বিএনপির নেতাকর্মীরা একটি বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি তালতলা পয়েন্টে গেলে সড়কে অবস্থান নেন দলের নেতাকর্মীরা। পরে আবারো মিছিল নিয়ে জিন্দাবাজারের দিকে এলে পুলিশ মিছিল থেকে ৩ কর্মীকে আটক করে নিয়ে যায়।