ডায়ালসিলেট ডেস্ক:সুনামগঞ্জ জেলার বিশ্বম্ভরপুরে মাদক বিরোধী অভিযানে ৩৬০ বোতল বিদেশী মদ উদ্ধার করেছে র্যাব-৯। এসমস র্যাবের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায় মাদক কারবারিরা।
Thank you for reading this post, don't forget to subscribe!মঙ্গলবার (২৪ ডিসেম্বর) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে র্যাব-৯ এর গণমাধ্যম শাখা।বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৯ এর সিপিসি-৩ সুনামগঞ্জের আভিযানিক দল গত ২৩ ডিসেম্বর রাতে বিশ্বম্ভরপুর উত্তর কাপনা এলাকায় মাদকবিরোধী অভিযানের সময় মাদক কারবারিরা পালিয়ে যায়। পরবর্তীতে ঘটনাস্থল থেকে পরিত্যক্ত অবস্থায় ৩৬০ বোতল বিদেশী মদ উদ্ধার করা হয়।

