২৪শে ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

সারাদেশ

সিলেটে শিক্ষকদের বিদেশে পাড়ি দেওয়ার প্রবণতা বেড়েছে, বিপাকে প্রাথমিক শিক্ষা

সিলেটে শিক্ষকদের বিদেশে পাড়ি দেওয়ার প্রবণতা বেড়েছে, বিপাকে প্রাথমিক শিক্ষা

ডায়াল সিলেট ডেস্ক;-

সিলেটে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের মধ্যে বিদেশে পাড়ি দেওয়ার প্রবণতা আশঙ্কাজনকভাবে বেড়েছে। কেউ স্টুডেন্ট ভিসায়, কেউ কাজের অনুমতিপত্রে, আবার কেউ পরিবার নিয়ে ইউরোপ-আমেরিকা ও কানাডাসহ বিভিন্ন দেশে চলে যাচ্ছেন। অনেকেই চাকরি থেকে অব্যাহতি না নিয়েই বিদেশে অবস্থান করছেন মাসের পর মাস। এতে জেলার অনেক বিদ্যালয়ে শিক্ষক সংকট দেখা দিয়েছে, ব্যাহত হচ্ছে পাঠদান।

সিলেট জেলা প্রাথমিক শিক্ষা অফিসের তথ্য অনুযায়ী, গত ২১ মাসে ছুটি ছাড়া কর্মস্থলে অনুপস্থিত থাকার অভিযোগে ১৬৩ জন শিক্ষকের বিরুদ্ধে বিভাগীয় মামলা করা হয়েছে। এর মধ্যে ১৪০টি মামলার নিষ্পত্তি হয়েছে এবং বেশির ভাগকেই চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে।

সূত্র জানায়, গত পাঁচ বছরে সিলেট বিভাগের সহস্রাধিক শিক্ষক ছুটি না নিয়েই বিদেশে গেছেন। বিশেষ করে প্রবাসী অধ্যুষিত উপজেলা বিশ্বনাথ ও বিয়ানীবাজারে এ সংখ্যা সবচেয়ে বেশি। শুধুমাত্র এই দুটি উপজেলায় গত ২১ মাসে ৪৪ জন শিক্ষক অনুপস্থিত রয়েছেন।

এছাড়া সিলেট সদর, দক্ষিণ সুরমা, ওসমানীনগর, জকিগঞ্জ, গোলাপগঞ্জসহ বিভিন্ন উপজেলার আরও শতাধিক শিক্ষক একইভাবে বিদেশে রয়েছেন। শিক্ষা অফিস বলছে, ৬০ দিনের বেশি অনুপস্থিত থাকলে তা শৃঙ্খলাভঙ্গ হিসেবে গণ্য হয় এবং তদন্তের পর বিভাগীয় ব্যবস্থা নেওয়া হয়।

সিলেট জেলা প্রাথমিক শিক্ষা অফিসার শাখাওয়াত এরশেদ বলেন, “যারা ছুটি ছাড়া দীর্ঘদিন কর্মস্থলে অনুপস্থিত, তাঁদের বিরুদ্ধে নিয়ম অনুযায়ী বিভাগীয় মামলা হচ্ছে। বেশির ভাগের শাস্তি হিসেবে চাকরিচ্যুতি দেওয়া হয়েছে।”

তিনি জানান, বর্তমানে জেলায় প্রধান শিক্ষকের ৭৮৮টি এবং সহকারী শিক্ষকের ৭৫০টি পদ শূন্য রয়েছে। এতে করে অনেক বিদ্যালয়ে একজন শিক্ষককেই একাধিক শ্রেণির পাঠদানের দায়িত্ব নিতে হচ্ছে।

`);printWindow.document.close(); }) .catch(error => console.error("Error loading print page:", error)); }); });