সিলেট জেলায় করোনা ভাইরাসে সংক্রমণে কাক্রান্ত হয়েছেন হয়েছেন ২২ জন । এ নিয়ে বিভাগজুড়ে আক্রান্তের সংখ্যা দাড়ালো ৯৬৯জন।

Thank you for reading this post, don't forget to subscribe!

আজ রবিবার ওসমানী মেডিকেল কলেজ  ল্যাবে ১৮৮ জনের শরীরের নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে ২২ জনের শরীরে করোনাভাইরাসের অস্তিত্ব পাওয়া যায়। বাকি ১৬৬ জনের নেগেটিভ আসে।

এনিয়ে আক্রান্ত সকলেই সিলেট জেলার। এদের মধ্যে পুরুষ ২০জন এবং মহিলা ২জন। এদিকে করোনায় আক্রান্ত সিলেট

সদরের ৯জন, জৈন্তাপুরের ৭জন,দক্ষিণ সুরমা ৫জন,গোলাপগঞ্জ ১জন। সিলেট  সদরের মধ্যে সাংবাদিক ২জন, শিক্ষক ১জন, পুলিশ সদস্য ২জন, প্রশাসনিক বিভাগের আরো ১জন রয়েছেন।

এবার বিভাগজুড়ে ২৪ ঘন্টায় সিলেটে  জেলায় ৫৫৬, সুনামগঞ্জে ১৪৪, হবিগঞ্জে ১৭১ জন ও মৌলভীবাজারে ৯৮ জনের করোনা পজেটিভ আক্রান্ত হয়েছেন। আক্রান্ত হয়ে মারা গেছেন ১৭জন এর মধ্যে  সিলেটে ১৩, হবিগঞ্জে ১ জন ও মৌলভীবাজারে ৩ জন।

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *