নিজস্ব প্রতিবেদক :: সিলেটে দুটি ল্যাব থেকে আবারো করোনায় আক্রান্তে পজেটিভ সনাক্ত হয়েছেন ৯৮ জন। এর মধ্যে সিলেট ওসমানী মেডিকেল কলেজ ল্যাবে ৭২ জন এবং শাহজালাল বিশ্ববিদ্যালয় ল্যাবে ২৬ জন। আক্রান্তের মধ্যে ১২জন চিকিৎসক রয়েছেন।
Thank you for reading this post, don't forget to subscribe!সিলেট ওসমানি মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে ১৯২ টি স্যাম্পুল রিসিব করা হয়। এর মধ্যে ২৮২ জনের নমুনা পরীক্ষা করা হলে ৭২ জনের করোনা পজেটিভ ধরা পড়ে এবং বাকি ২১০ জনের আসে নেগেটিভ। এর মধ্যে পুরুষ ৫৪ জন, ও মহিলা ১৮ জন। এতে করোনা আক্রান্ত জেলা হলো – সুনামগঞ্জ ১জন, হবিগঞ্জ ১জন এবং বাকি ৭০ জন সিলেট জেলার।
এদিকে, সিলেট শাহজালাল বিশ্ববিদ্যালয়ের পিসিআর ল্যাব থেকে ১২৩ স্যাম্পুল রিসিভ করা হয়। এর মধ্যে ১৮৮ জনের নমুনা পরীক্ষা করা হলে ২৬ জনের করোনা পজেটিভ শনাক্ত হয়। বাকি ১৬২ জনের নমুনা আসে নেগেটিভ।
এনিয়ে ২৪ ঘন্টায় মোট আক্রান্ত হয়েছেন ৯৮জন এবং বিভাগজুড়ে মোট আক্রান্ত রোগীর সংখ্যা দাড়ালো ৪ হাজার ৫৬০ জন এবং মারা গেছেন ৭৫ জন।

