নিজস্ব প্রতিবেদক :: সিলেটে গত ২৪ঘন্টায় করোনায় আক্রান্তে সনাক্ত হয়েছেন ৬৭ জন এবং মারা গেছেন ৫ জন।
Thank you for reading this post, don't forget to subscribe!আজ রবিবার সকাল পর্যন্ত সিলেট বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তর কার্যালয় তথ্য অনুযায়ী, ৪ টি জেলার মধ্যে সিলেট জেলায় ৪৮ জন, সুনামগঞ্জ জেলায় ১২ জন ও হবিগঞ্জ জেলায় ৭ জন সনাক্ত। মারা যাওয়া ৫ জনই সিলেট জেলার।
এখনও পর্যন্ত করোনায় আক্রান্ত ১৯৬ জন রোগী হাসপাতালে ভর্তি আছেন। এর মধ্যে সিলেটের বিভিন্ন হাসপাতালে ৭৯ জন, সুনামগঞ্জ জেলায় ৪২ জন, হবিগঞ্জ জেলায় ৪৯ জন, মৌলভীবাজার জেলায় ২৬ জন।
সবমিলিয়ে সিলেটবিভাগজুড়ে আক্রান্ত হয়েছেন মোট ৭ হাজার ৪১৩ জন ও মারা গেছেন ১৩৫ জন এবং সুস্থ হয়েছেন ৩ হাজার ১০০ জন। এর মধ্যে সিলেট জেলায় সুস্থ হয়েছেন ৯৮২ জন ও মারা গেছেন ১০১ জন, সুনামগঞ্জ জেলায় সুস্থ হয়েছেন ১ হাজার ৬২ জন ও মারা গেছেন ১৪ জন, হবিগঞ্জ জেলায় সুস্থ হয়েছেন ৫৬১ জন ও মারা গেছেন ১০ জন, মৌলভীবাজার জেলায় সুস্থ হয়েছেন ৪৯৫ জন ও মারা গেছেন ১০ জন।
স্বাস্থ্য অধিদপ্তর কার্যালয় তথ্য অনুযায়ী, রবিবার সকাল পর্যন্ত মোট শনাক্তদের মধ্যে সিলেট জেলায় মোট আক্রান্ত ৩ হাজার ৯৮২ জন, সুনামগঞ্জ জেলায় আক্রান্ত ১ হাজার ৩৯৭ জন, হবিগঞ্জ জেলায় আক্রান্ত হয়েছেন ১ হাজার ১১৬ জন এবং মৌলভীবাজার জেলায় আক্রান্ত ৯১৮ জন।

