আকিব চৌধুরী :: সিলেট বিভাগজুড়ে গত ২৪ ঘণ্টায় করোনভাইরাসে সংক্রমিত হয়েছেন ৯৫জন। এ নিয়ে বিভাগে করোনায় সর্বমোট ২ হাজার ৯৮৬ জন আক্রান্ত হয়েছেন। মোট সুস্থ হয়েছেন ৬৫৮ জন। মারা গেছেন ৫৬জন।
Thank you for reading this post, don't forget to subscribe!আজ (শনিবার) স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট কার্যালয় থেকে এ তথ্য জানানো হয়। এর মধ্যে সিলেট জেলায় ১৬৮৮জন, সুনামগঞ্জ জেলায় ৭৮৫জন হবিগঞ্জ জেলায় ২৭৬জন এবং মৌলভীবাজার জেলায় ২৩৭জন আক্রান্ত হয়েছেন।
করোনায় শুধু কথা বলার মাধ্যমেই আক্রান্ত ব্যক্তি ভাইরাস ছড়াতে পারেন। তাই মাস্ক পরা বাধ্যতামূলক। ঘরে তৈরি কাপড়ের মাস্ক পরলেই হবে। তবে এটি একক কোনো পদ্ধতি নয়। ভাইরাস প্রতিরোধে, বারবার সাবান পানি দিয়ে হাত ধুতে হবে।
সামাজিক দূরত্ব বজায় রাখতে হবে। শিশুরা অনেক দিন ধরে ঘরে বন্দী। তাদের বিষয়ে যত্নশীল হোন। সবার মানসিক স্বাস্থ্য উজ্জীবিত রাখতে হবে। ব্যায়াম করতে হবে, পুষ্টিকর খাবার খেতে হবে।

