নিজস্ব প্রতিবেদক :: সিলেটে আবারো ২৪ঘন্টায় করোনা ভাইরাসে ৩৯ জন রোগী আক্রান্ত হয়েছেন।
Thank you for reading this post, don't forget to subscribe!আজ সোমবার (১৫ইং জুন ২০২০ইং) রাত পর্যন্ত সিলেটের ওসমানী মেডিকেল পিসিআর ল্যাব থেকে আসা নমুনা পরীক্ষা শেষে সিলেটে আরো এই ৩৯ জনের করোনা পজেটিভ শনাক্ত হয়েছে।
এতে মোট ১৮৮জনের নমুনা পরীক্ষা করা হলে ৩৯ জনের পজেটিভ আসে বাকি ১৪৯ জনের আসে নেগেটিভ। এদের মধ্যে পুরুষ ২৬ জন ও মহিলা ১৩ জন রয়েছেন। তাদের মধ্যে সুনামগঞ্জ ৪ জন,হবিগঞ্জ ২জন, ও বাকি ৩৩ জনের সকলেই সিলেটে।
এর মধ্যে সিলেটের ৫জন চিকিৎসক করোনায় আক্রান্ত হয়েছেন। আখালিয়া ১জন,কালিবাড়ি ১জন,ব্রামুনগর ১জন, ওসমানী মেডিকেলের ১জন ও জালালাবাদ রাগিব-রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালের ১জন রয়েছেন।
এনিয়ে সিলেট বিভাগে মোট আক্রান্ত রোগীর সংখ্যা দাড়ালো। ২হাজার ৪৪৫ জন এবং মারা গেছেন ৫৪ জন।

