ডায়াল সিলেট ডেস্ক:-
Thank you for reading this post, don't forget to subscribe!সিলেট এয়ারপোর্ট থানা পুলিশের বিশেষ অভিযানে ১০ জন জুয়াড়িকে আটক করেছে পুলিশ।
সোমবার (৯ সেপ্টেম্বর) দিবাগত রাত ৩ টার দিকে নগরীর ইলেকট্রিক সাপ্লাই কলবাখানী নূরে আলা কমিউনিটি সেন্টারের সংলগ্স নানীর বাড়ী এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানটি পরিচালনা করেন আম্বরখানা পুলিশ ফাঁড়ী ইনচার্জ এসআই শেখ মোঃ মিজানুর রহমান।
আটককৃতরা হলেন, নাসির আহমদ (৪৫), শাহিন মিয়া (৪০), মোঃ হেলাল মিয়া (৩৮), আকলিছ মিয়া (৩৫), সোহেল আহমদ (৪০), মো. শমশের উদ্দিন, রুবেল হোসেন (৩৪), আব্দুল বাতির (৫৫), মোস্তাফা আহমদ (৪২) ও খোকন মিয়া (৫২)।
সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) মিডিয়া অফিসার মোহাম্মদ সাইফুল ইসলাম গণমাধ্যকে জানান, আটককৃতদের বিরুদ্ধে এয়ারপোর্ট থানায় মামলা দায়ের করা হয়েছে। পরবর্তীতে সকল আসামিকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

