নিজস্ব প্রতিবেদক :: সিলেটে করোনায় আরো ৬৪জন পজেটিভ ধরা পড়েছে। এতে সিলেট ওসমানী মেডিকেল কলেজ ল্যাবে ২৬ জন এবং সিলেট শাহজালাল বিশ্ববিদ্যালয়ের পিসিআর ল্যাব থেকে ৩৮ করেনায় আক্রান্তে সনাক্ত হয়েছেন। সিলেট বিভাগে এনিয়ে মোট আক্রান্ত হয়েছেন ৫ হাজার ৬৩৭ জন।
Thank you for reading this post, don't forget to subscribe!বৃহস্পতিবার রাত পর্যন্ত সিলেট ওসমানি মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে ১৪২ টি স্যাম্পুল রিসিব করা হয়। এর মধ্যে ৯৪ জনের নমুনা পরীক্ষা করা হলে ২৬ জনের করোনা পজেটিভ ধরা পড়ে এবং বাকি ৬৮ জনের আসে নেগেটিভ। এর মধ্যে পুরুষ ১৬ জন, ও মহিলা ১০ জন। এদের মধ্যে সুনামগঞ্জের ২জন এবং বাকি ২৪জন সিলেট জেলার আক্রান্ত হয়েছেন।
অন্যদিকে, সিলেট শাহজালাল বিশ্ববিদ্যালয়ের পিসিআর ল্যাব থেকে ১৮৩ স্যাম্পুল রিসিভ করা হয়। এর মধ্যে ১৮৩ জনের নমুনা পরীক্ষা করা হলে ৩৮ জনের করোনা পজেটিভ শনাক্ত হয়। বাকি ১৪৫ জনের নমুনা আসে নেগেটিভ।
এনিয়ে সিলেট বিভাগে মোট আক্রান্ত হয়েছেন ৫ হাজার ৬৩৭ জন এবং মারা গেছেন ৯৫ জন। এতে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২হাজার ০৪৮জন।

