ডায়ালসিলেট ডেস্ক :: সিলেট জেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক হিসেবে নির্বাচিত হয়েছেন ফেঞ্চুগঞ্জ প্রধান শিক্ষক মোঃ শহিদুজ্জামান। প্রাথমিক শিক্ষা পদক ২০১৯ইং এর জেলা বাছাই কমিটি পক্ষ থেকে তাকে শ্রেষ্ট্র প্রধান শিক্ষক হিসাবে নির্বাচিত করা হয়।
তিনি বর্তমানে ফেঞ্চুগঞ্জ উপজেলার ফরিদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসেবে কর্মরত রয়েছেন।
একই সাথে তিনি একাধারে বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির ফেঞ্চুগঞ্জ শাখার সাধারণ সম্পাদক ও সিলেট জেলা শাখা সভাপতি এবং কেন্দ্রীয় কমিটি যুগ্ম-সম্পাদকের দ্বায়িত্ব পালন করছেন।