ডায়াল সিলেট ডেকস
Thank you for reading this post, don't forget to subscribe!সিলেট নগরবাসীর নিরাপত্তা নিশ্চিতে গুরুত্বপূর্ণ সব মোড়ে বসানো হয়েছিল ১১০টি সিসি ক্যামেরা। কিছুদিন বেশ কাজও হয়েছিল।কিন্তু এরপর হঠাৎ রক্ষনাবেক্ষনের অভাবে প্রকল্পটি অচল হয়ে পড়ে। তৎকালীন পুলিশ প্রশাসন রক্ষনাবেক্ষনের অজুহাতই তুলে ধরেছিলেন।
এখন আবার সেই পথে হাঁটতে শুরু করেছে সিলেট মহানগর পুলিশ। নগরীর প্রতিটি গুরুত্বপূর্ণ মোড়ে বসানো হয়েছে সিসি ক্যামেরা। এসব ক্যামেরার মাধ্যমে নগরীর অপরাধ দমন, অপরাধী শনাক্ত এবং ট্রাফিক নিয়ন্ত্রণ আরও সহজ হবে। এতে নগরজীবন হবে আরও নিরাপধ।
এসব ক্যামেরায় প্রতিটি গুরুত্বপূর্ণ সড়ক মনিটরিং করা হচ্ছে। সিলেট মহানগর পুলিশের আইপি মনিটরিং সেল এ কাজে নিয়োজিত। নগরীর অপরাধ প্রবনতা কমিয়ে আনার লক্ষ্যে এমন উদ্যোগ বাস্তবায়ন করা হচ্ছে বলে জানিয়েছেন এসএমপির উর্ধ্বতন কর্মকর্তারা।
এর আগে ২০২১ সালে সিলেট নগরীর জন্য ১১০টি ক্যামেরা প্রদান করে বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল। কিছুদিন সচল থাকলেও পরে রক্ষনাবেক্ষনের অভাবে পুরো প্রকল্পটি মুখ থুবড়ে পড়ে। দুই বছর পর ২০২৪ সালের মার্চে আবারও ক্যামেরাগুলো সচলের উদ্যোগ নেওয়া হয়েছিল। তবে শেষ পর্যন্ত সবগুলো সম্ভব না হলেও ২০টি ক্যামেরা প্রতিস্থাপন করা হয়েছিল।
এবার মোট কতটি ক্যামেরা সচল হয়েছে? মনিটরিং কোথা থেকে করা হচ্ছে? এবার দীর্ঘস্থায়ী হবে কি না বা রক্ষনাবেক্ষনের পর্যাপ্ত উদ্যোগ আছে কি না- এসব প্রশ্নের জবাব অজানা। কয়েকটি ক্যামেরা সচল করা হয়েছে। আরও কয়েকটি সচলের বিষয়টি প্রক্রিয়াধীন।

