ডায়ালসিলেট ডেস্ক:: সিলেট নগরী থেকে একটি প্রাইভেটকার ছিনতাই করে পালানোর ২০ মিনিটের মধ্যে ছিনতাই হওয়া প্রাইভেটকারসহ হাবিবুর রহমান (২৭) নামে এক ছিনতাইকারীকে আটক করেছে পুলিশ।
Thank you for reading this post, don't forget to subscribe!রবিবার রাত সাড়ে ৮টার দিকে নগরীর রিকাবীবাজার কবি নজরুল অডিটোরিয়াম এলাকা থেকে তাকে আটক করা হয়। আটক হাবিবুর হবিগঞ্জ সদর উপজেলার বালিয়াকান্দি গ্রামের আব্দুল মুহিতের ছেলে।
কোতোয়ালি থানার ওসি সেলিম মিয়া বলেন, রবিবার রাত ৮টার দিকে ছিনতাইকারী হাবিবুর রহমান নগরের নয়াসড়ক এলাকায় রায়হান মিয়া নামে এক ব্যক্তিকে ভয় দেখিয়ে তার মালিকানাধীন (মেট্রো-খ ১১-০০৭০) একটি প্রাইভেটকার ছিনতাই করে পালিয়ে যায়।
খবর পেয়ে পুলিশ তাৎক্ষণিক অভিযানে নামে এবং ঘটনার মাত্র ২০ মিনিটের মধ্যেই ছিনতাই হওয়া প্রাইভেটকারসহ ছিনতাইকারীকে আটক করতে সক্ষম হয়।
তার বিরুদ্ধে মামলা দায়ের করে পরবর্তী ব্যবস্থাগ্রহণ করা হবে বলে জানান ওসি।

