নিজস্ব প্রতিবেদক :: সিলেটে করোনায় আক্রান্তে পজেটিভ সনাক্ত  হয়েছেন ১০৪জন। বুধবার রাত পর্যন্ত দুটি ল্যাব  সিলেট ওসমানী মেডিকেল কলেজ ল্যাবে ৭৫ জন এবং সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পিসিআর  ল্যাব থেকে ২৯জন পজেটিভ ধরা পড়েছে। এনিয়ে বিভাগজুড়ে করোনায় মোট আক্রান্তের সংখ্যা  দাড়ালো ৭ হাজার ১৫০ জন।

সিলেট ওসমানি মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে ১৬৩  টি স্যাম্পুল রিসিব করা হয়। এর মধ্যে ১৮৮ জনের নমুনা পরীক্ষা করা হলে ৭৫ জনের করোনা পজেটিভ ধরা পড়ে এবং বাকি ১১৩ জনের আসে নেগেটিভ।

এর মধ্যে মহিলা ১১ জন ও পুরুষ ৬৪ জন, ।  এদের মধ্যে সিলেট জেলায় ৫২ জন, সুনামগঞ্জ জেলা ৪ হবিগঞ্জ জেলায় ১২ জন, মৌলভীবাজার জেলায় ৭জন আক্রান্ত হয়েছেন।

অন্যদিকে, সিলেট শাহজালাল বিশ্ববিদ্যালয়ের পিসিআর  ল্যাবে ৭৮  টি স্যাম্পুল রিসিব করা হয়। এর মধ্যে ৭৮জনের নমুনা পরীক্ষা করা হলে ২৯ জনের করোনা পজেটিভ ধরা পড়ে এবং বাকি৫৯ জনের আসে নেগেটিভ।  এদের মধ্যে সিলেট জেলায় ২জন এবং সুনামগঞ্জ জেলায় ২৭জন আক্রান্ত হয়েছেন।

সব মিলিয়ে সিলেটবিভাগের মধ্যে সিলেটে ১১২জন, সুনামগঞ্জ ২২জন, হবিগঞ্জ ৬জন এবং মৌলভীবাজারে ৯ জনসহ ১দিনে মোট আক্রান্তের সংখ্যা দাড়িয়েছে ১৪৯ জন।

 

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *