নিজস্ব প্রতিবেদক :: সিলেটে গত ২৪ঘন্টায় করোনায় আক্রান্তে সনাক্ত হয়েছেন ৭০ জন। আজ সোমবার দুপুর পর্যন্ত সিলেট বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তর কার্যালয় তথ্য অনুযায়ী, ৪টি জেলার মধ্যে সিলেট জেলায় ৪৬ জন, সুনামগঞ্জ জেলায় ২ জন ও মৌলভীবাজার জেলায় ২২ জন সনাক্ত।
Thank you for reading this post, don't forget to subscribe!এখনও পর্যন্ত করোনায় আক্রান্ত ১৫৬ জন রোগী হাসপাতালে ভর্তি আছেন। এর মধ্যে সিলেটে ৬৭ জন, সুনামগঞ্জ জেলায় ১৬ জন, হবিগঞ্জ জেলায় ৫১ জন, মৌলভীবাজার জেলায় ২২ জন।
সবমিলিয়ে সিলেটবিভাগজুড়ে আক্রান্ত হয়েছেন মোট ৯ হাজার ৩৬৯ জন ও মারা গেছেন ১৭০ জন এবং সুস্থ হয়েছেন ৪ হাজার ৫০০ জন। এর মধ্যে সিলেট জেলায় সুস্থ হয়েছেন ১ হাজার ৫০১ জন ও মারা গেছেন ১১২জন, সুনামগঞ্জ জেলায় সুস্থ হয়েছেন ১ হাজার ৩৪২ জন ও মারা গেছেন ১৯ জন, হবিগঞ্জ জেলায় সুস্থ হয়েছেন ৯০৭ জন ও মারা গেছেন ১১ জন, মৌলভীবাজার জেলায় সুস্থ হয়েছেন ৭৫০ জন ও মারা গেছেন ১৮ জন।
স্বাস্থ্য অধিদপ্তর কার্যালয় তথ্য অনুযায়ী, সোমবার পর্যন্ত মোট শনাক্তদের মধ্যে সিলেট জেলায় মোট আক্রান্ত ৫ হাজার ৫ জন, সুনামগঞ্জ জেলায় আক্রান্ত ১ হাজার ৭৫০ জন, হবিগঞ্জ জেলায় আক্রান্ত হয়েছেন ১ হাজার ৩৭২ জন এবং মৌলভীবাজার জেলায় আক্রান্ত ১ হাজার ২৪২ জন।

