নিজস্ব প্রতিবেদক ::  গত ২৪ঘন্টা্র তথ্য অনুযায়ী সিলেট বিভাগে করোনা ভাইরাসে নতুন আক্রান্ত হয়েছেন  ৯৪ জন । আজ সোমবার দুপুর পর্যন্ত সিলেট বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তর কার্যালয় তথ্য অনুযায়ী, চার জেলার মধ্যে সিলেট জেলায় ৫৮ জন, সুনামগঞ্জ জেলায় ১৭ জন ও হবিগঞ্জ জেলায় ৭ জন এবং মৌলভীবাজার জেলায় ১২ জন সনাক্ত হয়েছেন। তবে গত দুই দিন ধরে করোনা ভাইরাসে কেউ মৃত্যুবরন করেন নি।

Thank you for reading this post, don't forget to subscribe!

এখনও পর্যন্ত করোনায় আক্রান্ত ১৩৮  জন রোগী হাসপাতালে ভর্তি আছেন। এর মধ্যে সিলেটে ৭০ জন, সুনামগঞ্জ জেলায় ৯ জন, হবিগঞ্জ জেলায় ৪৩ জন, মৌলভীবাজার জেলায় ১৬ জন।

সবমিলিয়ে সিলেটবিভাগজুড়ে আক্রান্ত হয়েছেন মোট ১০ হাজার ২১৭ জন ও সুস্থ হয়েছেন ৬ হাজার ৯১৬ জন এবং মারা গেছেন ১৮১ জন।  এর মধ্যে সিলেট জেলায় সুস্থ হয়েছেন ৩ হাজার ৫৮২ জন ও মারা গেছেন ১২৯ জন, সুনামগঞ্জ জেলায় সুস্থ হয়েছেন ১ হাজার ৪৮৯ জন ও মারা গেছেন ২০ জন, হবিগঞ্জ জেলায় সুস্থ হয়েছেন ৯৫৩ জন ও মারা গেছেন ১২ জন, মৌলভীবাজার জেলায় সুস্থ হয়েছেন ৮৯২ জন ও মারা গেছেন ২০ জন।

স্বাস্থ্য অধিদপ্তর কার্যালয় তথ্য অনুযায়ী, সিলেটবিভাগজুড়ে করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা রয়েছে তার মধ্যে সিলেট জেলায় মোট আক্রান্ত ৫ হাজার ৪২১ জন, সুনামগঞ্জ জেলায় আক্রান্ত ১ হাজার ৯৪৯ জন, হবিগঞ্জ জেলায় আক্রান্ত হয়েছেন ১ হাজার ৪৬১ জন এবং মৌলভীবাজার জেলায় আক্রান্ত ১ হাজার ৩৮৬  জন।

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *