ডায়াল সিলেট ডেস্ক:-
Thank you for reading this post, don't forget to subscribe!সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) কর্তৃক বিপুল পরিমাণ চোরাচালানী মালামাল আটক করা হয়েছে। সোমবার (৮ সেপ্টেম্বর) গোপন সংবাদের ভিত্তিতে সীমান্তবর্তী এলাকায় পৃথক অভিযানে এসব মালামাল জব্দ করা হয়।
বিজিবি জানায়, তামাবিল, প্রতাপপুর, সংগ্রাম, পান্থুমাই, দমদমিয়া ও বাংলাবাজার বিওপির পৃথক অভিযানে ভারতীয় শাড়ী, মহিষ, জিরা, গরু, পিয়াজ, চকলেট, বডি স্প্রে, চিনি, বিভিন্ন প্রকার ক্রিম, ফেসওয়াস, সাবান, হেয়ার জেল, শ্যাম্পু, বিয়ারসহ বিপুল পণ্য আটক করা হয়েছে। এছাড়া অবৈধ বালু পরিবহনে ব্যবহৃত একটি ট্রলিও জব্দ করা হয়।
আটককৃত এসব মালামালের আনুমানিক মূল্য ধরা হয়েছে ১ কোটি ২৫ লক্ষ ৫৩ হাজার ৩৩০ টাকা।
সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি)-এর অধিনায়ক বলেন, “উর্ধ্বতন সদর দপ্তরের নির্দেশনা অনুযায়ী সীমান্তে নিরাপত্তা রক্ষা, চোরাচালান ও মাদকদ্রব্য পাচার প্রতিরোধে বিজিবির আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা সর্বোতভাবে অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় এ বিপুল পরিমাণ চোরাচালানী মালামাল আটক করা হয়েছে।”
বিজিবি আরও জানায়, আটককৃত মালামাল বিধি মোতাবেক পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

