ডায়াল সিলেট ডেস্ক:-
সিলেট মহানগর বিএনপির অন্তর্গত কোতোয়ালি, বিমানবন্দর ও শাহপরাণ (রহ.) থানা শাখার আহ্বায়ক কমিটি অনুমোদন দেওয়া হয়েছে।
রোববার (৫ অক্টোবর) সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নজিবুর রহমান নজিব এ তিনটি থানা কমিটি অনুমোদন করেন।
নতুনভাবে গঠিত এই আহ্বায়ক কমিটিগুলোকে আগামী ৪৫ কার্যদিবসের মধ্যে সম্মেলন ও কাউন্সিলের মাধ্যমে পূর্ণাঙ্গ কমিটি গঠনের নির্দেশনা দেওয়া হয়েছে।
Thank you for reading this post, don't forget to subscribe!কোতোয়ালি থানা বিএনপির ১৫ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি:
আহ্বায়ক – ওলিউর রহমান সোহেল
সদস্য সচিব – শুয়াইব আহমদ শুয়েব
সদস্য – বদরুদ্দোজা বদর, আমির হোসেন, সালেহ আহমদ গেদা, আব্দুল হাকিম, মির্জা বেলায়েত হোসেন লিটন, মুফতি রায়হান উদ্দিন মুন্না, শেখ কবির আহমদ, তারেক আহমদ খান, মনজুরুল হাসান মঞ্জু, জাহাঙ্গীর আলম, নাদির খান, জাকির মজুমদার, রাসেল আহমদ।
বিমানবন্দর থানা বিএনপির ৬ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি:
আহ্বায়ক – আব্দুল কাদির সমছু
সদস্য সচিব – সৈয়দ সারওয়ার রেজা
সদস্য – সাদিকুর রহমান সাদিক, মো. লুৎফুর রহমান, আব্দুল ওয়াদুদ মিলন, মিজান আহমদ।
শাহপরাণ (রহ.) থানা বিএনপির ১১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি:
আহ্বায়ক – আব্দুল মুনিম
সদস্য সচিব – খোরশেদ আহমদ খুশু
সদস্য – সৈয়দ মিসবাহ উদ্দিন, আব্দুর রহিম মল্লিক, মো. লুৎফুর রহমান মোহন, খায়রুল ইসলাম খায়ের, মো. তাহির আলী, মো. তাজুল ইসলাম, মো. আল মামুন খান, মো. সালেক আহমদ, জিয়াউর রহমান সুমন।
এ বিষয়ে মহানগর বিএনপির নেতৃবৃন্দ জানান, থানা পর্যায়ে সংগঠনকে আরও শক্তিশালী ও সুসংগঠিত করতেই এসব আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।

