ডায়ালসিলেট ডেস্কঃঃ সিলেট শহরতলির শাহপরাণ এলাকায় করোনাক্রান্ত হয়ে এক মহিলা মারা গেছেন। গতকাল বুধবার (১৬ ডিসেম্বর) সিলেট শহীদ ডা. শামসুদ্দিন আহমদ হাসপাতালে তিনি শেষ নি:শ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স ছিলো ৪৯ বছর।

Thank you for reading this post, don't forget to subscribe!

এই মহিলাকে নিয়ে সিলেট বিভাগে মোট মৃত্যুর সংখ্যা ২৫৬। এর মধ্যে সিলেট জেলায় ১৯৩, সুনামগঞ্জে ২৫, হবিগঞ্জে ১৬ ও মৌলভীবাজারে ২২ জন।

এদিকে, সিলেট বিভাগে গতকাল করোনা রোগী শনাক্ত হয়েছেন আরও ২৭ জন। এর মধ্যে সিলেট জেলায় ১৮, সুনামগঞ্জে ৭ ও মৌলভীবাজারে ২ জন।

আজ বৃহস্পতিবার (১৭ ডিসেম্বর) সকাল ৮টা পর্যন্ত সিলেট বিভাগে মোট করোনা রোগী শনাক্ত হয়েছেন ১৫১৬৯ জন। এ মধ্যে সিলেট জেলায় ৮৮৭৫, সুনামগঞ্জে ২৫০২, হবিগঞ্জে ১৯৩৬ ও মৌলভীবাজার জেলায় ১৮৫৬ জন।

অপরদিকে, সিলেটে গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়ে উঠেছেন ৪৯ জন। তারা সবাই সিলেট জেলার বাসিন্দা। এই ৪৯ জনকে নিয়ে আজ সকাল ৮টা পর্যন্ত সিলেট বিভাগে করোনা থেকে সুস্থ হয়ে উঠেছেন মোট ১৩৯৯৩ জন। এর মধ্যে সিলেটে ৮২৪৯, সুনামগঞ্জে ২৪৪০, হবিগঞ্জে ১৫৮১ ও মৌলভীবাজারে ১৭২৩ জন।

আজ সকাল পর্যন্ত সিলেট জেলার বিভিন্ন হাসপাতালে ভর্তি আছেন ৩১ জন করোনা রোগী। এর মধ্যে সিলেট জেলায় ২৯ ও হবিগঞ্জে ২ জন।

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *