ডায়ালসিলেট ডেস্ক :: সুনামগঞ্জের জগন্নাথপুরে চাঞ্চল্যকর ব্যবসায়ী হত্যাকান্ডের ঘটনায় ২ জনকে জিজ্ঞাসাবাদ করেছে পুলিশ। তবে এখন পর্যন্ত কোন মামলা হয়নি। উদঘাটন হয়নি নির্মম এ হত্যাকান্ডের রহস্য।

Thank you for reading this post, don't forget to subscribe!

জগন্নাথপুর পৌর শহরের কামাল কমিউনিটি সেন্টারের পাশে অবস্থিত আনন্দ ডিজিটাল স্টুডিও নামের ব্যবসা প্রতিষ্ঠানের মালিক ছিলেন আনন্দ সরকার। বৃহস্পতিবার রাতে জগন্নাথপুর থানা পুলিশ ও সিআইডি পুলিশ তার নিজ কক্ষ থেকে তালা ভেঙ্গে রক্তাক্ত লাশ উদ্ধার করেন। তিনি নেত্রকোনা জেলার মোহনগঞ্জ থানার বটতলা গ্রামের সুনীল সরকারের ছেলে। এ ঘটনায় রনি সহ ২ জনকে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।

শুক্রবার জগন্নাথপুর থানার ওসি ইখতিয়ার উদ্দিন চৌধুরী জানান, এ ঘটনায় এখনো কোন মামলা হয়নি। তবে মামলার প্রস্তুতি চলছে। ঘটনার সাথে জড়িত সন্দেহে ২ জনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ঘটনার অনুন্ধান অব্যাহত রয়েছে।

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *