১২ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

সিলেট

সুনামগঞ্জের তাহিরপুরে চোরাচালানের মামলায় আওয়ামী লীগ নেতা গ্রেফতার

সুনামগঞ্জের তাহিরপুরে চোরাচালানের মামলায় আওয়ামী লীগ নেতা গ্রেফতার

ডায়াল সিলেট ডেস্কঃ-

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার বালিজুরী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সাবেক চেয়ারম্যান মো. আতাউর রহমান (৬০)কে গ্রেফতার করেছে পুলিশ। তিনি ওই ইউনিয়নের বালিজুরী গ্রামের নবী হোসেনের ছেলে।

পুলিশ সূত্রমতে জানা যায়, গত বৃহস্পতিবার (১৪ আগস্ট) সন্ধ্যায় বালিজুরী বাজারে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে তাহিরপুর থানায় মামলা নং-১১, তারিখ ১৬ ডিসেম্বর ২০২৪, ধারা ১৫(৩)/২৫D, The Special Power Act, ১৯৭৪–এর অধীনে মামলা চলমান রয়েছে। চোরাচালনের এ মামলাটি বর্তমানে তদন্তাধীন রয়েছে বলে জানানো হয় ।

তাহিরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ দেলোয়ার হোসেন জানান, গ্রেফতারের পর আতাউর রহমানকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

0Shares
`);printWindow.document.close(); }) .catch(error => console.error("Error loading print page:", error)); }); });