১১ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

সুনামগঞ্জ

সুনামগঞ্জের দিরাই উপজেলার স্কুল শিক্ষিকা বিউটি রানী বৈষ্ণব শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন

সুনামগঞ্জের দিরাই উপজেলার স্কুল শিক্ষিকা বিউটি রানী বৈষ্ণব শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন

ডায়াল সিলেট ডেস্ক:-

সুনামগঞ্জের দিরাই উপজেলার চরনারচর ইউনিয়নের কামালপুর প্যারীমোহন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক বিউটি রানী বৈষ্ণব (৩৮) মৃত্যু বরন করেছেন।

রবিবার (২১ সেপ্টেম্বর) রাত ১টার দিকে সিলেট এম.এ.জি. ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে লাইফ সাপোর্টে থাকা অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি ।

বিউটি রানী বৈষ্ণব দিরাই উপজেলার চরনারচর ইউনিয়নের কামালপুর গ্রামের বাসিন্দা ও দিরাই রিপোর্টার্স ইউনিটির কার্যনির্বাহী কমিটির সদস্য শিশির কুমার অধিকারীর স্ত্রী।

মৃত্যুকালে তিনি এক ছেলে ও এক মেয়ে রেখে গেছেন। সোমবার দুপুরে নিজ গ্রাম কামালপুরে তাকে সমাহিত করা হয়।

শিশির কুমার অধিকারী জানিয়েছেন, বিউটি রানী বৈষ্ণব বেশ কিছুদিন ধরে কিডনি রোগে ভুগছিলেন। দেশে এবং ভারতে তার চিকিৎসা করানো হয়। তবে সব চেষ্টা বিফলে দিয়ে অবশেষে চিরবিদায় নেন তিনি। তার মৃত্যুতে পরিবার ও গ্রামে নেমে এসেছে শোকের ছায়া ।

এদিকে বিউটি রানী বৈষ্ণবের মৃত্যুতে গভীর শোক ও শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন দিরাই রিপোর্টার্স ইউনিটির সভাপতি মোশাহিদ আহমদ সরদার ও সাধারণ সম্পাদক হিল্লোল পুরকায়স্থ।

0Shares
`);printWindow.document.close(); }) .catch(error => console.error("Error loading print page:", error)); }); });