ডায়াল সিলেট ডেস্ক :: জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে জেলা আওয়ামী লীগের উদ্যোগে সুন্দর হাতের লেখা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
Thank you for reading this post, don't forget to subscribe!
শুক্রবার সুনামগঞ্জ পৌরসভা চত্বরে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে সুনামগঞ্জের বিভিন্ন বিদ্যালয়ের প্রায় ৫ শতাধিক ক্ষুদে শিক্ষার্থী অংশগ্রহণ করেন। জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান নুরুল হুদা মুকুটের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন- জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নোমান বখত পলিন, সুনামগঞ্জ পৌরসভার মেয়র নাদের বখত।
এর আগে সুন্দর হাতের লেখা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার উদ্বোধন করেন- জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান নুরুল হুদা মুকুট।
এসময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগ নেতা অ্যাডভোকেট চাঁন মিয়া, অ্যাডভোকেট নজরুল ইসলাম শেফু, শংকর চন্দ্র দাস, জিতেন্দ্র তালুকদার পিন্টু, অ্যাডভোকেট মণীষ কান্তি দে মিন্টু, অ্যাডভোকেট আজাদুল ইসলাম রতন, অ্যাডভোকেট আব্দুল ওয়াদুদ, অ্যাডভোকেট বিমান কান্তি রায়, জেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি সুয়েব চৌধুরী, সহ-সভাপতি ঝন্টু তালুকদার, সাবেক পৌর প্যানেল মেয়র হোসেন আহমদ রাসেল, সুনামগঞ্জ সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট আবুল হোসেন, সাবেক জেলা ছাত্রলীগ নেতা নবনী কান্তি দে, পৌর আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট মাহবুবুল হাসান শাহীন, দপ্তর সম্পাদক লিটন সরকার, পৌর আওয়ামী লীগ নেতা শাহীন রেজা, শুভ বণিক, শাহিন হোসাইন, শাহরিয়ার আহমদ রিগ্যান, জেলা ছাত্রলীগের সভাপতি দীপঙ্কর কান্তি দে, সিনিয়র সহ-সভাপতি লিখন আহমেদ, সহ-সভাপতি খোরশেদুল হাসান খোরশেদ, উপ-ধর্মবিষয়ক সম্পাদক দীপ্ত দাস তন্ময় প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন- পৌর আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সৈকতুল ইসলাম শওকত।

