ডায়ালসিলেট ডেস্ক:জলমহাল সংক্রান্ত বিরোধের জেরে সুনাগঞ্জের বড়ধই বিলে আলীম তালুকদার নামে এক যুবক খুন হওয়ার খবর পাওয়া গেছে। নিহত যুবক সদর উপজেলার মোল্লাপাড়া ইউনিয়নের দরিয়াবাজ গ্রামের হানিফ খানের ছেলে। জানা যায়, দীর্ঘদিন ধরে জায়গা সম্পত্তি ও জলমহাল নিয়ে স্থানীয় প্রভাবশালী ও বড়ধই বিলের মালিক পক্ষের সাথে বিরোধ চলছিল আলীম তালুকদারের। শুক্রবার জোরপূর্বক আলীম তালুকদারের মালিকানাধীন বড়ধই বিলের হিঙ্গিদাইড় খাল শুকিয়ে মাছ ধরে নিয়ে যায় বড়ধই বিল তদারকিতে থাকা দরিয়াবাজ গ্রামের কয়েকজন লোক। এ নিয়ে আলীম তালুকদারের সাথে বড়ধই বিলের মালিক পক্ষ ও গ্রামের কিছু লোকের সাথে বিরোধ বাঁধে। বিরোধ নিষ্পত্তি করতে শুক্রবার বিকালে আলীমেকে বড়ধই বিলের খলায় ডেকে নেয় স্থানীয়া। পরে রাত ৮ টায় রক্তাক্ত অবস্থায় বিল এলাকা থেকে আলীমকে উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে যায় আলীমের পরিবার। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় আহত আলীমকে সিলেট ওসমানি মেডিকেলে রেফার করেন কর্তব্যরত ডাক্তার। পরে শনিবার সকাল ৭ টায় সিলেট ওসমানি মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় আলীম তালুকদারে। নিহত আলীম তালুকাদারের ভাই করমআলী বলেন, দীর্ঘদিন ধরে জায়গা সম্পত্তি ও বিল নিয়ে গ্রামবাসী ও বড়ধই বিলের মালিক পক্ষের সাথে বিরোধ চলছিল আমার ভাই আলীম তালুকদারের। প্রায় সময় তাকে হত্যার হুমকি দেয়া হতো। এ নিয়ে আদালতে মামলাও করেছেন তিনি। শক্রবার রাতে বড়ধই বিলে ডেকে নিয়ে নিশংষভাবে মারধোর করা হয়েছে। শনিবার সকালে সিলেট ওসমানী মেডিকেলে মৃত্যবরণ করেছে সে। বড়ধই বিলের মালিক পক্ষ ভাই আলীম তালুকদারকে হত্যা করেছে বলে দাবি তার। সুষ্ঠু তদন্তের মাধ্যমে হত্যাকারীদের গ্রেফতারের আওতায় আনার দাবি করেন তিনি। ঘটনার সত্যাতার স্বীকার করে সদর মডেল থানার ওসি মো. সহিদুর রহমান বলেন, বিল সংক্রান্ত বিরোধের জেরে বড়ধই বিলে আলীম তালুকদার নামে এক যুবক নিহত হয়েছে। নিহতের পক্ষ থেকে লিখিত অভিযোগ পাননি বলে জানান তিনি।
Thank you for reading this post, don't forget to subscribe!
