ডায়ালসিলেট ডেস্ক:: সুনামগঞ্জ শহরতলীর মাইজবাড়ী পূর্ব পাড়া এলাকায় নিজ বাড়ির সামনে জুনু মিয়া (৩৩) নামের এক যুবকের বস্তাবন্দী মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ ৫ নভেম্বর, বৃহস্পতিবার সকালে যুবকের মরদেহ দেখতে পেয়ে স্বজনরা পুলিশকে খবর দিলে পুলিশ এসে তা উদ্ধার করে। পুলিশ ও নিহতের স্বজনরা জানান, জুনু মিয়া সুনামগঞ্জ সদর উপজেলার মাইজবাড়ী এলাকার মৃত তারা মিয়ার ছেলে। এবং তিনি মিস্ত্রির কাজ করতেন। গতকাল বুধবার রাতে নিহত জুনু মিয়ার বড় ভাইয়ের ছেলে অসুস্থ হয়ে পড়লে তাকে সুনামগঞ্জ সদর হাসপাতালে নিয়ে যান তারা। শিশুটির অবস্থা আশঙ্কাজনক হওয়ায় চিকিৎসকেরা তাকে সিলেটে রেফার করেন।
Thank you for reading this post, don't forget to subscribe!পরে শিশুটির সিলেটে যাওয়ার সব ব্যবস্থা করে দিয়ে রাতেই জুনু মিয়া বাড়ির উদ্দেশে রওনা হন কিন্তু সারা রাত পার হয়ে গেলেও তিনি বাড়িতে ফেরেননি। সকালে পরিবারের লোকজন তাকে খোঁজাখুঁজি করতে থাকলে বাড়ির সামনেই বস্তা দিয়ে ঢাকা তার মরদেহ দেখতে পায়। নিহতের মা আনোয়ারা বেগম বলেন, আমার ছেলেকে পরিকল্পিতভাবে খুন করা হয়েছে, যারাই আমার ছেলেকে খুন করেছে তাদের গ্রেপ্তার করে শাস্তি চাই।
এদিকে ঘটনাস্থল পরিদর্শন করে সুনামগঞ্জের পুলিশ সুপার মো. মিজানুর রহমান জানান, যুবককে কে বা কারা হত্যা করেছে এখনো জানা যায়নি, লাশটি ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে। তিনি আরো জানান, তদন্ত শেষে হত্যার সঙ্গে যারা জড়িত তাদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হবে।

