
সুনামগঞ্জের ধর্মপাশায় শিকারীদের পাতা ফাঁদ হতে দুই শতাধিক বিভিন্ন প্রজাতির পাখি উদ্ধার করে অবমুক্ত করা হয়েছে।
সোমবার রাতে উপজেলার সুখাইর রাজাপুর দক্ষিণ ইউনিয়নের সাদরা বিলে অভিযান চালিয়ে দেশীয় প্রজাতির পাখি উদ্ধার করে উপজেলা প্রশাসন।
ধর্মপাশা উপজেলা ভূমি সহকারি সঞ্জয় ঘোষ জানান, সাম্প্রতিক সময়ে কিছু অসাধু ব্যক্তি জাল ও বিভিন্ন প্রকারের ফাঁদ তৈরী করে পাখি শিকার করে আসছে। সোমবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে উপজলার সাদরা বিলে অভিযান পরিচালনা করা হয়। এসময় দুই পাখি শিকারর ফাঁদ হতে দুই শকাধিক বাবুই, শালিকসহ বিভিন্ন প্রজাতির পাখি উদ্ধার করে আকাশে অবমুক্ত করা হয়।
পাখি শিকারীরা অপ্রাপ্ত বয়স্ক হওয়ায় তাদের মুসলেকা নিয়ে ছেড়ে দেয়া হয় বলে জানান এই কর্মকর্তা।
পাখি শিকার ও নিধন প্রতিরোধে সকলের সচেতনতার পাশাপাশি এমন অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।