১১ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

সুনামগঞ্জ সীমান্তে ভারতীয় গাঁজাসহ আটক ১

ডায়ালসিলেট ডেস্ক:সুনামগঞ্জ সীমান্তে বিজিবি’র অভিযানে ভারতীয় গাঁজাসহ ১ জনকে আটক করা হয়েছে। আটককৃত আসামি বিশ্বম্ভরপুর উপজেলার গামীরতলা গ্রামের রিয়াজ উদ্দিনের ছেলে মো. সুলতান মিয়া (৩৫)।

সোমবার সন্ধ্যার দিকে মাছিমপুর বিওপির সুবেদার মো. শরিফুল ইসলাম এর নেতৃত্বে একটি টহল দল বিশ্বম্ভরপুর উপজেলার ধনপুর ইউনিয়নের গামারীতলা নামক স্থান হতে ২ কেজি ভারতীয় গাঁজা ও ১টি প্লাটিনা মোটর সাইকেলসহ তাকে আটক করা হয়।

সুনামগঞ্জ ব্যাটালিয়ন বিজিবি অধিনায়ক মো. মাকসুদুল আলম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, আটককৃত আসামীর বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য বিশ্বম্ভরপুর থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

0Shares
`);printWindow.document.close(); }) .catch(error => console.error("Error loading print page:", error)); }); });