১১ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

সুনামগঞ্জ সীমান্তে মাদক ও বারকী নৌকা আটক

সুনামগঞ্জ প্রতিনিধি:সুনামগঞ্জের তাহিরপুর সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় মাদক ও বারকী নৌকাসহ কয়লা আটক করা হয়েছে।

বুধবার (২৩ অক্টোবর) তাহিরপুর উপজেলার রাজাই নামক স্থান হতে ৯৬ বোতল ভারতীয় মদ, ২৪ ক্যান ভারতীয় বিয়ার ও ৬ হাজার পিস জীবন বিড়ি আটক করে বিজিবি।

একই দিনে উপজেলার যাদুকাটা নদী হতে ১০০০ কেজি ভারতীয় কয়লা এবং ২টি বারকী নৌকা আটক করে।

অপর এক অভিযানে মঙ্গলবার টেকেরঘাট বিওপির একটি টহল দল উপজেলার লাকমা নামক স্থান হতে ৭০০ কেজি ভারতীয় কয়লা আটক করে।

সুনামগঞ্জ ব্যাটালিয়ন (বিজিবি-২৮) অধিনায়ক মো. মাকসুদুল আলম জানান, আটককৃত ভারতীয় কয়লা এবং বারকী নৌকা শুল্ক কার্যালয় এবং মদ, বিয়ার ও জীবন বিড়ি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কার্যালয়, সুনামগঞ্জে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

0Shares
`);printWindow.document.close(); }) .catch(error => console.error("Error loading print page:", error)); }); });