২৬শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

সৌমিত্র চট্টোপাধ্যায় আর নেই

ডায়ালসিলেট ডেস্ক::

প্রবাদপ্রতিম অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায় আর নেই। রোববার (১৫ নভেম্বর) দুপুর ১২টা ১৫ মিনিটে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।

হাসপাতালের পক্ষ থেকে সৌমিত্র চট্টোপাধ্যায়ের মৃত্যুর বিষয়টি অফিশিয়ালি ঘোষণা করা হয়।

এর আগে ভোর ৫টায় বেলভিউ হাসাপতালে পৌঁছান সৌমিত্রকন্যা পৌলমী বোস। শনিবার (১৪ নভেম্বর) থেকে রোববার (১৫ নভেম্বর) সকালে আরও অবনতি হয় অভিনেতার শরীরের।

চিকিৎসকরা জানিয়েছিলেন, চেতনা নেই সৌমিত্রের। অর্থাৎ হাল ছেড়ে দিয়েছিলেন চিকিৎসকরাও।

ডা. অরিন্দম কর আগেই জানিয়েছিলেন, বিভিন্নভাবে সাপোর্ট দিয়ে তার অবস্থা সামাল দেওয়ার চেষ্টা হচ্ছে। পরিস্থিতি অত্যন্ত জটিল।

এ/