ডায়াল সিলেট ডেস্ক:-

Thank you for reading this post, don't forget to subscribe!

কুলাউড়া উপজেলার ব্রাহ্মণবাজার ইউনিয়নের আলোচিত স্কুল  শিক্ষার্থী নাফিসা জান্নাত আঞ্জুম হত্যার  আসামি জুনেলের ২ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

কুলাউড়া থানার ওসি ওমর ফারুক উপস্থিত থেকে গতকাল সোমবার ৩য় বারের মতো খুনি জুনেলের রিমান্ডের জন্য আদালতে আবেদন করে । মৌলভীবাজার সিনিয়র জুডিশিয়াল ৫নং আমলি আদালতের ম্যাজিস্ট্রেট ইসমাইল হোসেন দুই দিনের রিমান্ড মঞ্জুর করে এ আদেশ দেন।

খুনি জুনেলের রিমান্ড মঞ্জুর হয়েছে এ খবর শুনে আনজুমের পরিবারের সদস্যরা ও এলাকায় সাধারণ জনগণের মধ্যে এবার অনেকটা স্বস্তির নিঃশ্বাস নেমে এসেছে।

উল্লেখ্য স্কুলছাত্রী আনজুমের হত্যার ঘটনার ২ দিনের মাথায় পুলিশ একমাত্র খুনি জুনেলক গ্রেফতার করলে তাদের কাছে আনজুম হত্যার কথা স্বীকার করে সে। এরপর প্রথমে গত ১৯ জুন তাকে আদালতে তুললে চতুর খুনি জুনেল বিচারকের সামনে স্বীকারোক্তিমূলক জবানবন্দি না দিয়ে বিচারকার্যকে বাধাগ্রস্ত করতে ছলনার আশ্রয় নেয়। এরপর ২য় বারের মতো গত ৩০ জুন রিমান্ডের জন্য আদালতে জুনেলকে তুললে আদালত রিমান্ড না দিয়ে জেলগেটে জিজ্ঞাসাবাদের জন্য নির্দেশ দেন এতে এতোদিন থেকে আনজুম হত্যার সুষ্ঠু বিচার পাওয়া নিয়ে স্থানীয় লোকজনের মধ্যে হতাশা ও ক্ষোভের সৃষ্টি হয়। এরপর শুরু হয় জেলাজুড়ে ও স্কুলে-স্কুলে লাগাতার মানববন্ধন, বিক্ষোভ মিছিল, প্রতিবাদ সভা ও আন্দোলন।

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *